শত যুগের পরে
- শাওন সারথি
আজি মনে হয় যেন
বারে বারেই এই আঁখিতে হেন।
এই শরতের নিশীথ ক্ষণে
কোন এক নির্জনে,
আপনি আসিয়াছিলেন তবে।
হয়তবা তখনও
অসংখ্য তারকা লবে
চিৎকারে গাহিছে সবে,
এই অন্ধ ঘরে,
এই মরু চরে।
হঠাৎ স্পন্দিত ঘুমন্ত প্রাণ
উড়াইয়া ভস্ম শত অন্তর অভিমান।
কেবল স্পর্শেই মাতাল
এই হাতেরও তরে।
শত যুগ হইতে শত জনমেরও তরে।
তবুও তব কোন কথাই
যেন বলা হয় নাই
কেবলি আমি নিরবে শুধাই,
এই রাত্রিতে অন্ধকারেরও লাগি
কোন সুর মাতিয়া বেড়ায়
কোন সে রাগ রাগী?
আপনি কেবলি নিশ্চুপ পানে চাহি
আর যেন কেহ নাহি!
নিরালায় যত প্রেম আসি
গিয়াছে ঐ দূর মেঘে ভাসি।
শত যুগ হইতে শত জনমের পরে
আমি ডুবিয়াই রহিলাম নিরব অন্তরে,
এই শরতের এমন নিশীথ ক্ষণে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।