আজাদ বঙ্গবাসীর গুচ্ছ কবিতা
- আজাদ বঙ্গবাসী ২০-০৪-২০২৪

আজাদ বঙ্গবাসীর কবিতা  


 


মানুষ মানুষ চিৎকার // আজাদবঙ্গবাসী


জল সরম,
আকাশ স্নানের নাচ দেখালে
স্বাদেরা মানে না কোন
বৃদ্ধা যুবা |
ইচ্ছের বাবুইপ্রান্তরে পাতে খরকুটুর ঘর
ঘরে ফেরা সেই তৃষ্ণার আচর
পূণঃ আঁকে
পাপ শিল্পের ঝড় |
মন্ত্র পুত শরীর রক্তে লোকয়
বেসাতির
পৃথিবীর
মানুষ মানুষ চিৎকার -
ভাঙে অপছন্দের
দেয়াল |
অন্ধ রাজ্যের
অন্দরে কাঁন্দে দুঃখের
সেইসব পদাবলি |





People shout // Azad Bongobasi


Water sarama,
Swim in the sky dance shown
Which does not mean sbadera
Granny Youth |
Baya weaver wishes
Lurks in the wilderness of
kharakutura
Returning home, the thirst acara
Draws punah
Sin industry Storm |
Sacrosanct principle of the body's
blood lokaya
Wares
World
People were crying -
Dislike breaks
Walls |
Blind states
Unfortunately andare kamnde
Those padabali |




||

সবদেশ আমার // আজাদ বঙ্গবাসী


এক সূর্য পাঠের পৃথিবী আমার,
আমাকে কেন বেঁধে রাখতে চাও ভৌগলিক
সীমায়
সব দেশ আমার আমি সব দেশের
কাটাতাঁর ভেঙে আলো বাতাস যেমন
ঘুড়ে বেড়ায় মাঠ-প্রান্তর সবখানে
আমারো চাই এমন একটি মানষ স্বাধীনতা
আমার খাবার পৌছে যাক সবার ঘরে
ধনীর স্টক থেকে আমার পেটও হোক শান্ত
পৃথিবীর মানচিত্র
থেকে সীমা রেখা তুলে দিয়ে
একই সমতলে ছড়ে যাক- ফসলের সমতা
সুখ ও দুঃখের সমতা- মানুষের সমতা।’



To most of the countries.// Azad Bongobasi



Text of the sun earth,
Why do I want to be tied to
geographic
Limit
My all countries all over the
country
Katatamra broken light wind
Field-steppe everywhere trying
redirected
I do not like the freedom of a
manasa
Let me convey the home meal
Rich stock or calm my petao
World Map
With the lifting of the boundary
line
Graze on the same plane of
equality, let crops
Happiness and sadness samata
human equality. "




||



জল ময়ূরের নাচ//
আজাদ বঙ্গবাসী 



শহরের কংক্রিটের ভেতর
মুখর পা ধ্বনির ভেতর
ফিরে একটি শিশির স্নাত সকাল
নিথর বনানীর গহীন থেকে
কোন এক পাখির ডাক
প্রিয় কল্পনার রঙ মেখে আসে বিরহি দুপুর
বহুদূর প্রান্তরের তৃষ্ণতা পেরিয়ে,
মধ্যযুগ উপেক্ষিত আধুনিক টানে
ক্ষুধার্ত বালকের স্মৃতি আসে
শহরের অলিগলি পেরিয়ে।
বিস্মিত আবিষ্কারের পাশ কেটে-
টেনে বসে চেয়ার
চোখে চোখে উঠে তার ছবি
মাটি ঘষা শরীরিরে জাগে সভ্যতার তেল
নূন
বেঁচে থাকার মোহনায় পূনঃজাগে-
জল ময়ূরের নাচ।



||


Water peacock dance //
Azad Bongobasi



City of concrete
The sound of broken legs
Morning dew back snata
Dense forest of frozen
No one bird digit
Dear imagination color mix comes
around birahi
Trsnata far across the desert,
Neglected in the Middle Ages to
modern draws
Hungry boy comes Memory
Beyond the City Lanes.
Surprised by the discovery kete
Dragging down the chair
His picture up eye
Soil forming civilization Oil Rubbed
saririre
Noon
Punahjage estuary survival
Water peacock dance.





||



স্বপ্নের নৈশব্দে |
আজাদ বঙ্গবাসী | 


শীতকার অভিমান ভাঙাতে তোমার শরীর
উঠে চুলায়
মানুষ আগমনের সামান্য লুলোভ পথের
লোভে
কথা ও স্বাদেরা চেটে-পুটে খায় জলের
বন্ধন।
পাপ -পূণ্যে অগ্নিত সেই যুদ্ধে হাসে অপরূপ
অদৃশ্য
মাটির গোলক মেপে তবুও ফিরে – ব্যর্থ
অশ্বের মানচিত্র
কে আছ? পাখিরে ভুলাতে পার স্থায়িত্বের
গানে।
পড়শির ঘর জানালা বীজ বপনের দায় ভাড়ে
আবারও সাঁতরায় স্বপ্নের নৈঃশব্দে
বৈপরীত্যের আদিম পাঠের মাঠে মাঠে….


||



Dream naisabde |
Azad Bongobasi |


Huff sitakara redeem your body
Stove up
People arrival path little lulobha
Greed
Water to drink and sbadera lick-
pute
Ties.
Sin punye agnita wonderful laugh
that war
Invisible
But back to the ground, measured
sphere - failed
Withers Map
Who are you? Stability may
bhulate pakhire
Song.
Window of a neighbor's house,
sowing liability bhare
Dream Again samtaraya naihsabde
... The contrast between the
primitive text fields.


||


রস তলায় |
আজাদ বঙ্গবাসী |

অন্ধ রাত শুয়ে আছে পড়শির মগ্নতায়
ঘুমহীন নতঘর কি খুঁজে রস তলায়
শুন্যের বেহাল অর্পিত গানে
ফের কি সর্বনাসে টানে
গোপন পায়ের বেড়ি দেয় উকি
আকাশ ওপারে হাসে ওকি!




Juice on the floor |
Azad Bongobasi.


Blind night sleeping neighbor
magnataya
Ghumahina nataghara out the
juice on the floor
Zero worn bestowed song
What peril draws sarbanase
The secret to shackle survey
Oki laughs across the sky!



||



নদী গান
আজাদ বঙ্গবাসী | 


অন্তরালেই থেকে যায় কারাগার
নাচে কি সেই পা , পেট ভাতায় আবার
অচেতনা ঘুমালে জাগে মানুষ
জলের মত ঝরে যে নত জানুষ।
মাটিও খোলে নদী
পড়শি পায় যদি সুখ।
চারোদিকে কত ডানা ইচ্ছেদের অসুখ
হও তালাক! মোহদের মিছিল উৎসুক।


River Song |
Azad Bongobasi|


From behind the prison
They dance in the legs, stomach
and back bhataya
We will acetana forming people
Janusa down like waters that
lowered.
Charity Opens River
Receives a neighbor's happiness.
How many wings icchedera
carodike Disease
Get a divorce! Mohadera curious
procession.


||


গহীনের পুরুষ
আজাদ বঙ্গবাসী |

নগদ রোদের স্বাদ পিঠা সুখগত হলে
মেলেনা শূন্যের সুরভিত বাগান
আছে মানুষের আগমন আছে প্রস্থান
মলাট বদ্ধ কাঁদে সেই মহাপুরুষের
অর্পিত গান।
জাগরণের মার্চপাস্ট ডাকে
দেয়াল ভেঙ্গে, খুলে দাও-
অন্তরের চোখ কিংবা পুরুষি কান।


Dense Men
Azad Bongobasi |



If the taste of the sun cakes cash
sukhagata
Scalable zero fragrant garden
There are people that have come
to the exit
Closed cover of the great
Bangalees cry
Given song.
Clarion call marcapasta
Break down the walls, open dao
Purusi the mind's eye or ear.



||



প্রেমের নদী গান
- আজাদ বঙ্গবাসী


ঘরগৃস্থালির ঘুম নির্বাসনে গেলে
রাতটা সদ্য বিধবার মত কান্দে
আর তখন শরীরের ভাঁজে ভাঁজে
নামে রাজসি উন্মাদনা
নাচশালা ভেঙে কাব্যের শৃঙ্গারে জাগে
প্র্রেমের নদী গান।



Love River Song | 

Azad Bongobasi |




House grsthalira Sleep
In exile
Last night, like a widow
Tries
And then the body
Folds folds
Rajasi the furore
Nacasala broke poetry
Srngare forming
Prremera River Song.

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।