তিলেতিলে হচ্ছে বিলীন
- রফিকুল ইসলাম রফিক

নিরাপত্তা দেয়ালে আটক ঘরের মালিক
খবর সব বিশ্বস্ত প্রহরীর কাছে
সব- ঠিকঠাক আছে।
হাওয়া হয়ে মুখে নয়-কান দিয়ে ঢুকে যায়
তৃপ্তির- ঘুমের বড়ি। আসে চোখভরা ঘুম
চলে, পেয়াদার হুকুম
-কে কোথায় আছিস তোরা- আয় কাছে আয়
হাত লাগা সাফকর, জমে থাকা মরিচা- গ্রিলের গায়
শিরীষ কাগজের দোকানে তাই জমে গেছে ভিড়
রমরমা সময়
অভিমানে রঙ কোম্পানিগুলো সুশীল প্রতিষ্ঠান
থাকে নীরব ভুমিকায়
ওরা নাকি প্রয়োজনহীন
মালিক জানে না তার সাধের আপন ঘর
তিলে তিলে হচ্ছে বিলীন
রঙের প্রলেপবিহীন
ধাতব পাতের গড়া সুকঠিন নিরাপত্তা বলয়
যখন জানবে মালিক-তখন রবে কী সময়!
০৭/০১/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।