বাবা তুমি শুনতে পাচ্ছো?
- আশরাফুন নাহার
বাবা তুমি কি শুনতে পাচ্ছো?
তোমার সেই ছোট্ট মেয়েটি জানালার গ্রিল ধরে কাঁদছে-
পুতুলের বায়না ধরে নয়,
"স্কুল যাবেনা" বলে নয়,
বৃষ্টিতে ভিজতে ও নয়,
ভর দুপুরে খেলতে নয়,
একটু জ্বরে কাতর হয়ে নয়,
তবুও এ কান্না থামার নয়।
তোমার মেয়েটি কাঁদছে- শুধু তুমি নেই বলে.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।