অভিমানী
- আশরাফুন নাহার
তুমি কেবলই অভিমান করো।
নারী হৃদয়কে ঘেঁটে ঘেঁটে ঘোলা করো।
কতবার চিরচেনা ঠোঁটে আনাচে কানাচে
চুম্বনের স্বাদে তোমার অগোছালো মনে
একটু স্বস্তি নেমেছে,
সন্ধ্যে-রাত্রীর সন্ধিক্ষণ
আমাদের দেখে লজ্জা পেল বলে-
তুমি আরো অটুট ডোর বেঁধে ধরো,
তারপর বিদায়বেলায়
কারনবিনা হঠাৎ অভিমানী তুমি তোলো নিরব ঝড়,
তুমি তখনো অভিমান করো।
কি না পাওয়া তোমার মনে জমাট বাধে অভিমান?
জানি না-
জানতে চেয়েছি এভাবে
নয়তো ওভাবে
আজ তিল কাল হল তাল কিভাবে,
অভিমানী মনে
জমা আছে তা কত পরিমান!
জানি না-
এক পা এগিয়ে পিছিয়েছি দশ
খসাতে পারিনি তবু
তালের রস,
অভিমানী
তুমি নিরব থেকোনা
এতটা নিষ্ঠুর নও জানি।
মুখ ফিরিয়ে তুমি পৃথিবী দেখো
আমায় দেখনা এই পণ রাখো?
ভাঙচুর তোমার মনজুঁড়ে
আমিও শুনি
সেই ব্যথা চোখের জলে বক্ষ্যমান।
নতুন তুমি
আমিও নই পুরাতন।
কেবল পুরোনো অভিমানের বেলাভুমি।
দোহাই তোমার
আর করো না অভিমান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।