একটি বসন্তের কবিতা
- শাওন সারথি
প্রতিদিনের মতই আবার
সূর্য উঠিল।
যেন বসন্তের প্রথম
কৃষ্ণ ফুটিল।
নতুন রবি ঝলসিছে
তখন গগনে।
হাজারও রঙে বিলসিছে
সে লগনে।
তখন মুগ্ধ আকাশ
চেয়েছে সে দেহের পানে।
একি রূপ জ্বলসিছে সেথায়
ধূসরতা লুটিল চারিখানে!
অসংখ্য যৌবন তখন
দেখিছে দুয়ার খুলিয়া,
গত রজনীর সব মুকুল
আজি হাসিছে ফুলিয়া ফাঁপিয়া।
আজি হাসিছে তাহারা
প্রানের হিল্লোলে,
রঙের উৎসবে মাতিয়া
বসন্তের নরম কোলে।
তখনি এই প্রাণ পাইলো
সেই বজ্র বানী,
রবির উজ্জ্বল কিরণে উদ্ভাসিত
বসন্তের প্রথম কবিতাখানি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।