মূল্য
- শাওন সারথি
এমন হেমন্তের রাতেই একদিন আবির্ভাব ঘটেছিল।
যে নারী তার বক্ষ উজায়ে দিয়াছিল আনমনে,
হিমের প্রতিউত্তরে বিছায়ে দিয়াছিল নিজের উষ্ণতা,
যন্ত্রণার বিষবাষ্প উড়ায়ে নিঃশ্বাসের ঘ্রাণ শুঁকেছিল
সদ্য নারী মুক্তির জয়ে উচ্ছ্বাসিত এই খর্ব দেহে!
কেবল সেই নারীই জানে, বালুকাময় এই পৃথিবীতে
আমার আগমনের মূল্য। হয়তো আর কেউ নয়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।