জাদুকর হাসে
- রফিকুল ইসলাম রফিক

ইচ্ছাকৃত ভুলেই দিন শেষমেশ আঁধারে লুকায়
নিভে যায় জীবনের ভুলেভরা কৃত্তিম আলো
মনে সেই আদিম স্বভাব- কালিমার কালো
মঞ্চ নাটক শেষে অভিনেতা স্বরূপে দাঁড়ায়
একুশের চেতনা গিয়ে অতিদ্রুত বাইশে হারায়।
নিরীহ জোনাক পোকা আহ্লাদে আটখানা হয়
কিছুই বুঝতে পারে না সে- কি করে কী হয়
রাতের আঁধারে কার - কতোটুকু চলে অভিনয়
অমাবস্যা রাতের মতো জমকালো কোন জাদুকর
সূর্যকে আড়াল করে কালোময় কালিমার মেঘে
কৃত্তিম আলো দেয়, খেলা করে মিথ্যে উদ্বেগে
কিছুই বুঝতে পারে না, সে- কি করে কী হয়
রাতের আঁধারে কার - কতোটুকু চলে অভিনয়!
বেহুদা সময় পার- শ্রম ক্ষয়, শরীরের বল
মারা পড়ে শেষমেশ, নির্বোধ পোকাদের দল।
লাশগুলো চেতনার পালহীন নৌকায় ভাসে
অভিনেতা, সময়ের জাদুকর- মুখ টীপে হাসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।