আক্ষেপ
- শাওন সারথি
ওহে প্রেম, ওহে আমার অন্তরের জ্বালা।
বারে বারেই জ্বলিয়া উঠো
আমার হিয়ায় একেলা।
বারে বারেই পোড়াইয়া দাও
যত তিক্ত যাতনা।
নিঃশব্দের আর্তনাদ প্রস্ফুটিত কতনা।
ওহে ফুল,
সেই কবে একবার ফুটিয়াছিলে।
নীরবে নিভৃতে মোর অমৃত নীলে।
একবারই আসিয়াছিলেম কবে
ভুলিয়া গিয়াছি তা।
একটুখানি স্পর্শ দিয়া
অথৈ শূন্যতা।
দেখিয়াছিনু খোলা বসন্তের হাওয়া।
একবারই করিয়াছিল
মোর বক্ষে আসা যাওয়া।
ওহে বৃষ্টি,
আরও একবার ভিজাও মোরে।
ভিজায়ে ভিজায়ে নববর্ষার লাজে।
আরও একবার সাজাও মোরে।
সেই কবে দেখেয়াছিনু আপনায়
গাথিয়াছিনু শব্দের মালা
নীরবে ভাবনায়।
ওহে চাঁদ,
সেই কবে একবার দিয়াছিলে দেখা
অমাবস্যার গহন নিশীথে
মুছিয়া গিয়াছে সেই রেখা।
একবারই উঠিয়াছিলেম ঝলসিয়ে রাত্রিতে।
আসিয়াছিলেম অন্ধ সৈনিক
প্রণয় যাত্রীতে।
একবারই করিয়াছি গগনে
তারাতারায় রটিয়া
আপনারে প্রেম ভাবিয়া
উদ্দেশ্যহীন ছুটিয়া।
তাই আক্ষেপিত হইয়া
গিয়াছিনু যমপুরীতে।
অথচ হেথায় আমি একেলা।
আপনারে তৃপ্ত করিতে
হইল সাঙ্গ সব খেলা।
আসিয়াছি তাই সেই একই নীড়ে।
যদি আর একবার আপনার দেখায়
আমি তখন হইব না আর বিন্দু ঘিরিয়া
চলিব একই সামন্ত রেখায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।