আত্মতৃপ্তি
- শাওন সারথি

এখন তো বেশ আছি
ঠিক আগের মতই।
এখনও নদি তীরে সুমন্দ পবন বহে।
এখনও স্থির দাড়িয়ে থাকি
অন্ধকারে, আলোতে।
এখনও প্রচন্ড ঝড়ের রাত্রিতে
দৌড়ে গিয়ে আশ্রয় খুঁজি।
এখনও মাঝে মাঝে নিরুদ্দেশ হই,
হারিয়ে যাই আপন অন্তরায়।
এখনও আগের মতই ফুল ফোটে
পাখি গায়।
রাত্রিতে অন্ধকারে চাঁদ নেমে এলে
এখনও জাগ্রত হই।
উষ্ণ আলিঙ্গনে এখনও আগের মতই
অর্থহীন শব্দের প্রলাপ বকি।
এখনও আনমনে
বৃষ্টির জল স্পর্শ করি।
দীর্ঘ বর্ষা শেষে
এখনও প্রতীক্ষায় থাকি।
এখনও ঠায় দাড়িয়ে থাকি
তপ্ত সূর্যের পানে চেয়ে।
এখনও নিজে পুড়ি
অন্যকে পোড়াই।
এখনও ভালোবাসি, ভালোবাসাই।
আমার নিজ হাতে রোপিত
চারাগাছের প্রথম ফুল,
হয়তোবা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে
ঝরে পরেছে শুকনো লতার বেশে
তাতে কারো কিচ্ছুই হয় নি।
প্রকৃতি তো ঠিকই আছে।
মেঘের জল এখনও ঝরে,
এখনও আগেরমতই আমার চক্ষু কঠোরে
মিশে একাকার হয়।
এখনও এক মানবী ধরা দেয়
ঠিক আগের মতই
অন্ধকার শেষে ঘোলা করে নোনা জল।
এখনও কথা কয় অস্পষ্ট সুরে।
এখনও কবিতারা চোখ মেলে
সব শাদা শূন্য পৃষ্ঠায়।
দেহের বর্ণমালাগুলি জাগ্রত হয়
আমার অর্জিত নোনা জলে
স্নান করে এখনও পরিশুদ্ধ হয়।
এখনও নিজে পোড়ে
অন্যকে পোড়ায়।
এখনও ভালোবাসে, ভালোবাসায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।