আষাঢ়ের জল
- শাওন সারথি
দিগন্ত ব্যাপিয়া আষাঢ়ের খেলা
আনমনে অগোচরে আজি সারা বেলা।
আজি সারা ক্ষণ হেথায় সেথায়
অবরত ঝরে ঝরনা যেথায়।
হেথায় আমার প্রানের রঙ্গে
উচ্ছ্বাসিত আজি মেঘ তরঙ্গে।
উচ্ছ্বাসিত আজি প্রানের বারি
আষাঢ়ের জলে এই আমারি।
এই জলেই ফোটে আষাঢ়ের কলি,
এই জলেই ঘটে দিগন্তে গোধূলি,
এই জলেই আসে দিগন্ত ধেয়ে,
একাকী শত বাসনার গান গেয়ে,
এই জলেই লুটে রুদ্র প্রখরতা,
এই জলেই উঠে সবুজ সজীবতা,
এই জলেই ঘটে প্রেমের পরিণীতা,
এই জলেই নেভে ক্ষুব্ধ হৃদয় চিতা।
আজি দিগন্ত হইতে দিগন্ত ব্যাপিয়া
কেবলি চলিছে কেবলি ছুটিয়া,
আজি আষাঢ়ের এই জল
করিতে হতবাক করিতে বিহ্বল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।