ইচ্ছা
- শাওন সারথি

আজিকে আকাশের মেঘ হইব
এই ঘন বরষার প্রথম দিনে।
আজিকে জলের ফোঁটায় কইব
এই নিশীথে আঁধারে চিনে।
আজিকে মেঘের ভেলায় ভাসিয়া
কহিব কথা হাসিয়া হাসিয়া।
এই আষাঢ়ের প্রথম জলে
রহিব মজিয়া অন্তর তলে।
আজিকে গায়ে উথলে উঠিব,
আজিকে সিক্ত ধুলায় লুটিব।
আজিকে প্রানের আবেগে জ্বলিয়া
ভিজিবও মাতিয়া হৃদয়ে তলিয়া।
তব একাকি অন্তর নিরালায়
চুপি চুপি চিৎকারে একলায়
মধুকরী কল্পনায়,
যেন অনন্ত ভরসায়
এই গহন ঘন আকুলও হরষায়
এই প্রথম মেঘ বরষায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।