নতুন ভোর
- শাওন সারথি
আজিকে এই ভোর
কেবল তোমার জন্যে।
এই অন্তরে গজিয়ে উঠা
সব সবুজ অরণ্যে।
মেলিয়াছে চোখ যত
বরষার কলি,
জলের তরঙ্গে লুটায়
তোমার অঞ্জলি।
তোমার কথাই কেবল
আজি শুধাইয়া যায়
আমায় জড়ানো সব
অন্তরিত নিরালায়।
কথা কয় একাকী
প্রকাশ্যে আসিয়া।
রংধনুর মত সব রঙ্গে একাকার
ভালো কে বাসিয়া।
গগনের মেঘ আজি তাই
ছুটিয়া যায়,
নতুন ভোরে কেবলি
তোমারি কামনায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।