প্রস্থান
- শাওন সারথি
এতো দিন কোথায় ছিলেন সখি?
কোন অস্তপারে লুকায়ে?
আমি ছিলেম আপনারই মুখি
অনন্ত ক্ষণ ঝুঁকায়ে।
আমি ছিলেম আপনারই তরে
নিবেদিত হাওয়া।
প্রতিটি ক্ষণে করিয়াছি আসা-যাওয়া।
আমি ছিলেম আপনারই প্রাণ
সেকি আপ্রাণ!
করিয়াছি নিরবধি আপনারে রচনা।
এই যৌবনে আপনারই পূজা অর্চনা।
কত যে দেবী রূপ মাধুরী নিয়া
বসাইয়াছি আপনারই আসনে।
বলিয়াছি চিৎকারে শেষ প্রাণ দিয়া
আপনি সুভাষিণী, আপনিই প্রিয়ভাষিণী,
আমার অন্তর মন্দির বসনে।
অনন্ত আকাশের সীমার মত
এতদিন কেন অজানা?
এতো দিন কেন পর্দা সরায়ে
আমারে দেননি হানা?
আমি যে ছিলেম কতটা কাতর
বহমান স্রোতে যতটা নিস্তব্ধ পাথর!
আমি যে ছিলেম আপনারই কাঙাল,
প্রতীক্ষায় নত চির মহাকাল।
আপনারে চাহিতে বিষ পান করি
কাঁটায় কাঁটায় ধরি জড়াজড়ি।
আপনারে চাহিতে এই যৌবনের বেলায়
মানি নি কোন হার আজি কোন খেলায়।
রুক্ষ রুষ্ট কত যে বসন্ত আমার
প্রতীক্ষায় গেছে যুগে যুগে অনিবার।
তারপরও সখি বলিয়া দিন মোরে
এতদিন ছিলেন কোথায়?
আমিও যাইব যে আপনারে ধরে
থাকিব না আর একেলায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।