সৃষ্টি রাজা
- শাওন সারথি

আমি যদি হতেম পাখি,
উড়তেম তবে দিন ও রাতি।
ইচ্ছেমত ঘুরে ফিরে,
সন্ধ্যে হলে আসতেম নীড়ে।
কিন্তু আমি মানুষ যে তাই
আমার যে নাই পাখির বড়াই।
আমি তো ভাই সৃষ্টি রাজা
আমার কি মানায় পাখি সাজা?

আমি যদি হতেম তরু,
থাকতেম দাড়িয়ে সেই যে শুরু।
ফুলে ফলে দিতেম ছায়া
সবুজ পাতায় স্নিগ্ধ মায়া।
কিন্তু আমি মানুষ যে তাই
আমার যে নাই তরুর বড়াই।
আমি তো ভাই সৃষ্টি রাজা
আমার কি মানায় তরু সাজা?

আমি যদি হতেম চান্দ
রাত্রি বেলায় সে কি সুমন্দ।
উঠতাম কালো গগন ছাইয়া,
গাইতাম গান একলাই গাইয়া।
কিন্তু আমি মানুষ যে তাই
আমার যে নাই চান্দের বড়াই।
আমি তো ভাই সৃষ্টি রাজা
আমার কি মানায় চান্দ সাজা?

আমি যদি হতেম নদী,
চলতেম ধীরে নিরবধি।
ভাঙতেম পাড় বরষা যখন,
শরৎ বেলায় শান্ত তখন।
কিন্তু আমি মানুষ যে তাই
আমার যে নাই নদীর বড়াই।
আমি তো ভাই সৃষ্টি রাজা
আমার কি মানায় নদী সাজা?

আমি যদি হতেম আকাশ,
নীল সাগরে করতেম বাস।
আমার গায়ে মেঘের ছানা
ইচ্ছে মত দিত হানা।
কিন্তু আমি মানুষ যে তাই
আমার যে নাই আকাশের বড়াই।
আমি তো ভাই সৃষ্টি রাজা
আমার কি মানায় আকাশ সাজা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।