কবি বিশেষণ
- ইউসুফ হাফিজ

কবি হলেন কবি
পূব আকাশের রবি
কাব্য গেঁথে তুলে ধরেন
অসঙ্গতির ছবি,

কবি হলেন গুরু
মনটা উড়ুউড়ু
সর্বশেষের মধ্য থেকে
করেন যিনি শুরু,

কবি হলেন নেতা
উদারতায় চেতা
কলম দিয়ে যুদ্ধ করেন
কলম-ই তাঁর রেতা,

কবি হলেন জয়
যার কোন নেই ভয়
সারাজীবন কাব্য গাঁথেন
হয়না জ্ঞানের ক্ষয়,

কবি হলেন রাগ
গর্জে উঠা বাঘ
কথা দিয়ে শিউরে তোলেন
ফুলকি ঝরা আগ,

কবি হলেন তিনি
যার কোন নেই ঋণ-ই
দুখের খোঁজে ঘুরে বেড়ান
সুখ বিলাতে যিনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।