চাই
- ইউসুফ হাফিজ
ওমরের ন্যায়, ন্যায় পরায়ণ নেতা চাই
ধর্মপথে আলীর মত চেতা চাই,
বিবাদহীনা সুস্থ সুখী সমাজ চাই
অসঙ্গতির সর্বপুরী ডেম আজ চাই,
বকররূপী সত্যবাদী লোক চাই
মজলুমানের জন্য মনের শোক চাই,
চাঁদের মত উজ্জ্বল সোনার দেশ চাই
রাজনীতি নয়, নোংড়া নীতির শেষ চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।