সমুদ্রের ঢেউ ভাল লাগে আমার
- অরুণ কারফা
সমুদ্রের ঢেউ ভাল লাগে আমার
দেখি আমি তারে ফিরে যতবার
গর্জনে তার বিমুগ্ধ হয়ে অপার
হার মেনে চাই তাই বারংবার;
নগণ্য মনে হয় তুলনা করলে
সম্মুখে তার গম্ভীরতায় আমার
সামান্য ক্ষুদ্র অতি ছোট সংসার।
আরও ভাল লাগে সবুজ শ্যামল
জ্ঞানী বিনয়ী নম্র দৃঢ় পাহাড়
উচ্চতার কাছে যার আমার হার
মানে মেকী ভণ্ড মুড় অহংকার;
তার চেয়েও যেটা ভাল লাগে তার
প্রতিধ্বনিতে চিনতে পারি নিজস্ব
স্বরূপখানি পুরোপুরি আবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।