এ জীবন ফ্যাঁকাসে
- রফিকুল ইসলাম রফিক
কেউ শুনুক আর নাইবা শুনুক
পাখি গান গায়
বয়ে চলে নদী তার আপন ধারায়
রাতের দেয়াল ফুঁড়ে উঠে আসে
সকালের সোনামাখা রোদ
বাধ সাধে মানুষের কৃত্তিম বোধ
এই তো জ্বালা
নদীর গলাতে পরায় বাঁধের মালা
তীর ভাঙে নদী।
বন্দুকের গুলি পড়ে, পাখিদের গায়
বৃক্ষ নিধন হয়ে –সবুজ হারায়
বাধা পড়ে- স্বাভাবিক মুক্ত ধারা
সোনারোদ মেঘ হয়- ঝড় ওঠে আকাশে
যার মরা সেই মরে -এ জীবন ফ্যাঁকাসে।
২৮/০২/২০১৫। ar.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।