নুপূরের মত
- সৌম্যকান্তি চক্রবর্তী ২০-০৫-২০২৪

নুপূরের মত শুধুই আমি বেজেছি ;
কখনো মন্দিরে কখনো উতসবে
শুধুই সেজেছি !

আমি শুনেছি সবার কথা ;
কেউ শোনেনি আমার
মনের ব্যথা !
কখনো এর পায়ে
কখনো ওর পায়ে
প্রকাশ করেছি ব্যর্থতা !

কখনো ভেঙে গেছি
কখনো ভাঙা হয়েছে
আবার বার বার
আমাকে জোড়া ও হয়েছে !
এরকম মরে মরে আর
ভেঙে ভেঙে
আমাকে গড়া হয়েছে !

পরের কাছে থাকি কিংবা
আপনের স্নেহছায়ে -
নূপুরের সঠিক জায়গা
হল সকলেরই পায়ে ;
তাই জগতের কাছে আর
আর অনুযোগ করি না ;
মুখ বুজে সই সকল যাতনা !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।