কার পথ চেয়ে
- সৌম্যকান্তি চক্রবর্তী
কার পথ চেয়ে বসে থাকি
হে মন আমার হে স্বজন !
পথ জুড়ে শুধু নীরবতা
আজ একাকী আমার মন !
পৃথিবী যদি ও ভুলবে আমায় !
তবু কেন ভাসি অশ্রুধারায় ?
পথজুড়ে শুধু আমি আর
আমার প্রলম্বিত ছায়া !
প্রেম বলে কিছু নেই
বাকী যা আছে সবই মায়া !
তোমার আমার তরে
কাঁদবে না কেউ অঝোরধারে !
ভেবো না সেই রাতের কথা -
আমি ও ভাবি না অতীত কথা ;
শয্যাই হোক বা চিতা ;
শোয়া নিয়েই কথা !
যে বাঁধন ছিঁড়েই গেছে !
যে সঙ্গ ছেড়েই গেছে !
যেখানে সুখ চেয়েছি আমি -
চোখের জলে ভেসে গেছে !
আমার কেউ নেই -
নেই কেউ তোমার !
তবু ও কে যেন
মনে পড়ল আবার !
------------------------------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।