ভালোবাসার জাদু
- সৌম্যকান্তি চক্রবর্তী

প্রেমাবেশ কি বস্তু -
বোঝা যায় না জ্ঞানতঃ !
প্রেমে পড়লেই জানা যায়
জীবনের অস্তিত্ব !

তোমার সঙ্গে হল যখন দৃষ্টি বিনিময় -
প্রকৃতি যেন উঠল ভরে আলোয় আলোয় !
উপলব্ধি হল এ তো ভালোবাসার আলো -
এতে জাদু আছে যা হৃদয় ভরালো !

খোলা চুলই করল এই ঋতুকে কাব্যময় -
আনত দৃষ্টি ভরালো আমার হৃদয় মাদকতায় ;

নিজের মুখে বলতে পারিনি
তোমায় মনের কথা -
তুমি বুঝে ও বোঝোনি
আমার কি সেই নীরবতা !

-------------------------------------------
ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।