ভালোবাসা কি ?
- সৌম্যকান্তি চক্রবর্তী
ভালোবাসা হল নিরেট চাওয়া পাওয়া -
ভালোবাসা হল এককালীন চুক্তি ;
ভালোবাসা স্রেফ মনের মানুষ হওয়া !
ভালোবাসা হল সব আশারই মুক্তি !
ভালোবাসা হল ব্যর্থ প্রানের টান -
ভালোবাসা বৃথা ভালোবাসা অপমান !
ভালোবাসা হল মিথ্যে আস্ফালন !
ভালোবেসে সুখী হয়েছে কত জন ?
ভালোবাসা তবে স্বার্থের বন্ধন ?
তেমন প্রেমের নেই কোনো প্রয়োজন !
ভালোবাসা হবে হৃদয়ের আহ্বান !
সেই ভালোবাসা যাতে আছে সম্মান !
ভালোবাসা হল দুজনের সেই মিল ;
যেখানে স্বার্থহীন হৃদয়ের সাক্ষাত !
ভালোবাসা নয় কোন প্রকারের চুক্তি ;
ভালবেসে সুখ, ভালোবাসাতেই মুক্তি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।