বঙ্গদেশ
- সৌম্যকান্তি চক্রবর্তী
একই বাংলার দুটি নয়নের
অশ্রুর দুটি ধারা ;
কত স্মৃতি নিয়ে কত প্রীতি নিয়ে
আজো বয়ে চলে তারা !
দুটি বন্ধুর কথা কেবলই
মনে পড়ে !
তারা খেলত ,পড়ত -
একসাথেই ফিরত
তারা , ঘরে ....
আজ ও তারা আছে ....
নিজ নিজ ঘরে,
দেখা আজ কভু হয় না ,
দেশ ভেঙে গেছে....
মন জুড়ে তবু ..
বন্ধু দেখার বায়না !
ঘর বিকে গেছে ,
জমি গেছে চলে ,
কঠিন হয়েছে হাল !
কানাকড়ি নেই
অমিতের কাছে -
জেদটা তবু বহাল ;
শয়ে শয়ে লোক ,
করেছে যে ভিড় !
ভরে গিয়েছে
উদ্বাস্তু শিবির ;
কষ্ট তবু ও
মানে না কো হার -
মনে থেকে যায় রেশ ;
কেন বল তবে -
বাঁটোয়ারা হবে ?
আমার বঙ্গদেশ !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।