স্বপ্ন না সত্যি !
- সৌম্যকান্তি চক্রবর্তী
বড় অদ্ভুত এক স্বপন ;
ঘুম কেড়ে নেওয়ার মতন !
দেখেছি অপলকে -
আর উঠেছি চমকে চমকে !
কি সেই স্বপ্ন ?
বাস্তবের চেনা লোক -
যদি স্বপ্নে করে অভিনয় !
তাহলে কেমন হয় ?
আমার পুরনো সহকর্মী
দেখি অন্য একটি স্কুলে !
স্থানান্তর হতে চায় সে
অন্য কোনো স্কুলে !
প্রধানশিক্ষক বলেন
কি কারণে চান ট্রান্সফার !
শিক্ষক বলেন স্যার
আতঙ্ক ঘিরেছে আবার !
গ্রামাঞ্চলের বহু পুরনো
বহুদিনের না সারানো !
হাইস্কুলের ভাঙা ঘরে -
বহু রহস্য আছে লুকানো !
শিক্ষক মশায় করিডোরে
হাঁটছিলেন পা চালিয়ে !
হঠাত্ একটা ঘর থেকে
আওয়াজ এল একটু জোরে !
শিক্ষক মশায় দরজা খুলে
দেখলেন এক দৃশ্য !
ঘরের ভিতর দুইটি পাইপ
আছে ঘরের মধ্যে পোঁতা !
ফিসফিসিয়ে বলছে তারা
কত কত কথা !
বলছে আছে রহস্য অনেক
দুজনেই জানে সেইসব !
আর যারা জানে কেউ নেই ;
গৌতমবাবু সেইসব দেখেশুনে-
ভির্মি খেলেন বারান্দার এককোণে -
আবার দিলেন ট্রান্সফারের আর্জি !
নাকচ হল আবার অতি অযতনে !
সকালবেলায় শোকের আবহ !
কারো ঘরেতে শায়িত মৃতদেহ ;
গৌতমবাবুর হঠাত্ হার্ট এটাক
ডাক্তার বলেন আতঙ্কের কারণে !
দৃরে দাঁড়িয়ে প্রধান শিক্ষক মশায় ;
অশ্রু মোছেন দাঁড়িয়ে এককোণে !
এই মৃত্যুর দায় কি তাঁরই পরে !
ভাবেন শুধু বেশ ভালো করে !
আমি ও কাঁদি গভীর নিদ্রা থেকে
তারপর উঠি হঠাত্ করে জেগে !
গৌতমবাবু করলেন অভিনয় !
স্বপ্নে ও ঠিক কাঁদিয়ে দিলেন আমায় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।