ভ্রান্ত লীলায়
- রফিকুল ইসলাম রফিক
বিলীন হচ্ছে আমার সব অস্তিত্ব
আপন বলয়
বিশ্বাসের দেয়ালে ধরেছে সন্দেহ ফাঁটল।
জানি - কখনো হয়নি এমন
তবু মনে হয়
কাজ করে শংকা - অহরহ ভয়
কি জানি কী হয়
আকাশ যদি ভেঙে পড়ে গায়
কী হবে উপায়!
তাই - আসমানে উঠিয়ে পা
ডিমে দিচ্ছি তা
হট্টিটি পাখির মতো
আমি আজ বেসামাল চিন্তায় বিভোর।
কোত্থেকে এলাম আমি কোনখানে যাবো
ভুলে গেছি সব
সময়ের খেলাঘরে ভ্রান্ত লীলায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।