বঙ্গদেশ (2)
- সৌম্যকান্তি চক্রবর্তী
আব্দুল ও খুব সস্ত্বিতে নেই ,
সে ও তো বন্ধুহারা !
অর্থ পেলে ও অর্থহীন ,
এই জীবন ছন্নছাড়া ;
জমি জায়দাদ বাড়ি গাড়ী ;
আর জিনিস যাবতীয় ...
মনের শান্তি পরম প্রাপ্তি ,
তাই তো অতুলনীয় ;
" অনেক খুঁজেছি ,
অমিতকে আমি ;
পাইনি গো কোনোখানে ;
আমিনা বলে ,
বন্ধু তোমার হৃদয়ের মাঝখানে ;
খুঁজে যাব মোরা ;
আজীবন তাকে ...
যতই সময় যাক !
আল্লার কাছে ফরমান করি !
দুইজন মিলে যাক !
ব্রিটিশের বিষবাষ্পে ...
জন্মেছে বিদ্বেষ ..
টুকরো করেই ছাড়ল শেষে -
সাধের বঙ্গদেশ !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।