বঙ্গদেশ ( 3 )
- সৌম্যকান্তি চক্রবর্তী

তিরিশ বছর পরে ...

বয়স পেরিয়ে ছাপান্ন ..
ঘরে ভরপুর অন্ন -
আব্দুল , অমিত দুজনেই
তবু একে অপরের জন্য !
ছেলেরা হয়েছে রোজগারী -
বাবা মার প্রতি ভক্তি ভারী ,
বাবার বেদনা বুকে নিয়েই
তাদের ও নজরদারি !
দেশের সীমানা ভুলে..
তারা ও বিদেশ ঘাঁটে ...
সীমা পার করে নজর
রাখে ইন্টারনেটে ;
এমনি করেই গৌতম
ক্রমে পেয়ে গেল আয়েষাকে ;
সন্ধান ক্রমে ফলবতী
হয়ে যোগ করে নিলো তাকে !
ভিডিও কলিং এ কথা হল -
আব্দুল আর অমিতের !
আবেগবিধুর কথোপকথন..
সময় রয়েছে ঢের !
আঁখি ছলছল আবেগবিহ্বল -
কথা তো হয় না শেষ ;
কত ভালো ছিল ,
কত সুখে ছিল -
আমার বঙ্গদেশ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।