জীবন থেকে
- সৌম্যকান্তি চক্রবর্তী

মিষ্টি কথায় মন মজিয়ে
কুহেলিকার মতন ;
চলে যাচ্ছো জীবন থেকে -
বুঝছো না তো এখন !

মানুষ যাকে তার জীবনে
সবচেয়ে ভালোবাসে !
যার কারণে সে এই
পৃথিবীতে আসে !
তার বিরূপ হয়ে
ভাবলে কি করে !
থাকবে আমার হয়ে ?
আগে নিজেকে বদলাও -
তারপরে আমার জীবনে
আসার ছাড়পত্র পাও !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।