» মেঘ, বৃষ্টি হয়ে ঝরো আজ .........
- কাজী ফাতেমা ছবি

বসে আছি যে একেলা
নিশ্চুপ নিরবতায়
ভাবনাগুলো সব মিশেছে
অদ্ভুত এক শূণ্যতায়।

ভাবনাগুলো জটিল করে
হবে কি বা লাভ!
তার চেয়ে ঢের, মনে আনি
একটু কাব্যের ভাব।

দিনটিও হায়! কাঁদছে যেনো
সাথে নিয়ে আমায়
মন খুশিতে আকাশ রাজা
অঝোর বৃষ্টি নামায়;

আমি ভাসব আকাশ জলে
উথাল পাথাল হাওয়ায়
মেঘরোদ লুকোচুরি খেলে
নিত্য আসা যাওয়ায়।

রোদ্দুর তুমি ছুটি নাও তো
মেঘকে করতে দাও তার কাজ
মেঘ তোমার মন খারাপ হলে
এট্টু কেঁদে দিয়ো আজ।

মন ভাল হবে শুনো, মেঘ
চোখ জলে যদি বুক ভাসে
মেঘ, বৃষ্টি হয়ে ঝরো আজ
থাকো তৃষ্ণার্থদের পাশে।
(Saturday, 10 May 2014 at 10:59)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।