» আজ বড্ড ভালবাসতে ইচ্ছে করছে.........
- কাজী ফাতেমা ছবি

একজন একগাঁদা বই নিয়ে এসে বলেছিল একদিন
জন্মদিন শুভ হউক; বইগুলো তোর জন্য
অবসরে পড়িস, সময়গুলো ভাল কাটবে।

অথৈ সোৎসাহে বইগুলো আলগোছে টেবিলে
রেখে গালে হাত দিয়ে চিন্তন রেখা ফুটে উঠে ভালে...
জন্মদিনে মানুষ বই দেয় আশ্চর্য্য, চকলেট নতুবা
আইসক্রিম কি দিতে পারতি না দুস্ত! বই দিলি কেন?
আচ্ছা! খুলেই দেখি বইয়ের পাতায় আছে কি!
বইয়ের পাতা খুললেই বুকের ভিতরে ধড়াম করে
বজ্রপাতের মত একটা তরঙ্গ খেলে যাচ্ছিল...
প্রথম পাতায় গুটি গুটি অক্ষর তোমাকে দিলাম
তোমাকে দিলাম, মানে কি!
নিজ হাতে বন্ধু তুই দিলি বই আর লিখলি তোমাকে দিলাম
আমাকে তো দিয়েই দিলি, এমন কথা কেন লিখলি বুঝিনি,
আর আমাকে তুমি করে করলি সম্বোধন, কি বিতিক্চ্ছিরি অবস্থা।

ফেলে আসা দিনগুলোতে এত গভীর ভাবনা কখনো
বুকের ভিতরে আঁকুপাকু উঁকি দিতো না........
আমাদের যুগে ভালবাসা জীবনে বুঝি দেরিতেই আসতো
হই হুল্লোড়ে পথ চলা, উল্লাসে দিন পার, উচ্ছ্বাসে সময় কাটানো,
ক্ষ্যাপা ক্ষনগুলো বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধতায় আবদ্ধ আমরা ক'জন।

আঁড়ালে আবদালে কতজনকেই বলতে শুনেছি
কানাকানিতে বাতাসে ভেসেও আসছিল, ভালবাসি তোমায় ভালবাসি,
ভালবাসার ফাঁদে তখন পা দেয়া হয়নি।

ভালবাসা, প্রেম কখন যে এসে চলে গেলো নিরবে নিভৃতে ঠেরই পাইনি
আজ বার বার গাইতে ইচ্ছে করে সেই গানটি.......

"প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায় এসেছিল
পারি নি তো জানতে।।
সে যে এসেছিল বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।
তারে সে আধারে চিনিতে যে পারি নি
আমি পারি নি ফিরায়ে তারে আনতে।।"

কখন যে সময় আর স্রোত ভাসিয়ে নিয়ে আসলো
কঠিন পাথরের মাঝে বুঝতে দেরী হয়ে গেছে বুঝি অনেক।
আজ বড্ড ভালবাসতে ইচ্ছে করছে!!!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।