» ভয় লাগেরে ভয় :(
- কাজী ফাতেমা ছবি
ভয় লাগেরে অস্থির লাগে
মনে বড় ভয়
ভয়টা বাড়ছে দ্রুত, যত
সময় হচ্ছে ক্ষয়।
চোখ খুলে অন্ধকার দেখি
লাগছে যে অস্থির
শ্বাসটা ফেলছি তবুও কেনো
হচ্ছে না স্বস্তির।
কত রকমের ভয় এসে
দেয় উঁকিঝুঁকি
মনের ভিতর ভয়ের বাসা
ক্যামনে যে রুখি।
ভয় এসে অসময়ে করল
দৃষ্টি কুয়াশা
ভয়ের ছোটে মনে জাগে
পানির পিয়াসা।
ভয় সব দুর করতে আছে কি
কোনো চিকিৎসা
দিবেননি ভাই একখান বড়ি
শেষ হয় ভয় কিসসা।
ভয় ছড়িয়েছে মন কোণে
ভয়ের আতঙ্ক
মনের ভিতর তোলপাড়, গলছে
মন স্ফুটনাঙ্ক।
ভয়ের বাড়ির আশেপাশে
কেউ কি আছেন ভাই
ভয়ের সময়ে আপনাদের
পাশে থাকা চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।