অন্যায় স্বীকার করতে দোষ কি!!............
- কাজী ফাতেমা ছবি
হারিয়ে ফেলেছ হুশ কি!
অন্যায় করতে করতে?
অন্যায় যদি বুঝতে পারো
ক্ষমা চাইতে দোষ কি!
অন্যায় ছোট হোক বড় হোক
বুক পেতে নিতে নেই
ছোট ছোট অন্যায়, বড়
অন্যায়ের সুযোগ দেই ।
অন্যায়ের স্বপক্ষে তোমরা
দেখিও না যুক্তি
অন্যায়ের বিরুদ্ধে লড়লেই
ন্যায় পাবেরে মুক্তি।
অতি ক্রোধে অসময়ে
করে বসলে অন্যায়
ভাসালে বুঝি তারে হায়
অতি দু:খের বন্যায়।
মাথা ঠান্ডা করে তুমি
ভাবতো আর একবার
অন্যায়টা যে করেছিলে
আছে কিছু শিখবার!
অন্যায় করেছিলে ভেবে
মেনে নাও বুক পেতে
ক্ষমাটা চেয়ে নিতে তবে
পারবে না কেন্ যেতে।
অন্যায় স্বীকার করলে, মনে
আসে যে সুখ ফিরে
চেষ্টা করে দেখো একবার
শান্তি মনের নীড়ে।
(12 November 2014 at 23:11)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।