» প্রস্তুত থাক পুরুষ...:)
- কাজী ফাতেমা ছবি
তোমরা হারতে জান না,
নিজের জায়গায় অবিচল থাকতে চাও,
সকল বিষয়ে নিজের মতকেই প্রাধান্য দাও,
তোমরা পুরুষ, তাই!!
চোখ সমুদ্রের নোনা জলে ডুবিয়ে রেখেছি নিজেকে;
ঢোক গিলতেই তেতো স্বাদে গলা অবধি ছেঁয়ে যায়...
অতৃপ্ত মন নিয়ে নতজানু হতেই থাকি,
যদি স্বাভাবিকে নিয়ে আসতে পারি জীবন...
তাইতো দিয়েই গেছি হরপল;
নতজানুর শেষ প্রান্তে এসে গেছি এবার।
নেয়ার পালা আমার..
নিতে না পারি,
দেয়ার আক্রমণটা মুখ অস্ত্রই যথেষ্ট।
প্রস্তুত থাক পুরুষ...:)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।