» লেখাকে দিলাম ছুটি
- কাজী ফাতেমা ছবি
তন্দ্রাচ্ছন্ন হয়ে আছি সেই কখন থেকে...
ঘুমাইনি; কিন্তু চোখ খুলতে পারছি না
দু'চোখের পাতা এক হয়ে আছে;
দীর্ঘ পথ হেঁটে হেঁটে আমি আজ ক্লান্ত;
আর অহর্নিশ ক্রোধের জ্বলদর্চি পুড়িয়ে মারে
ভিতরে ভিতরে, ভাবায় এক লহমায়.....
কি করেছি; কি করিনি...
জীবনাংকের ফলাফল আটকে থাকে শূণ্যতে।
লজঝড়ে জীবন নিয়ে হাফিয়ে গেছি;
নতিজায় অলসতা ভর করছে মনে..
লিখার স্পৃহা উবে গেছে,
গল্পেও বসছে না মন...
বইয়ের স্তুপ মাথার উপর;
ভেঙ্গে পড়বে বুঝি এই।
মুক্তি চাই সব ক্লান্তি
ভ্রান্তিগুলো ভাসিয়ে দিয়ে আমি ঘুমোবো
এতটাই ক্লান্ত আজ; পারছি না চোখ খুলতে,
লেখাকে দিলাম তাই ছুটি।
(Thursday, 15 May 2014 at 21:24)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।