» পড়ার বোঝা মাথায়....... (শিশুতোষ)
- কাজী ফাতেমা ছবি
এক যে ছিলো টম আর
আরেক ছিলো জেরী
পড়া ছেড়ে খেলতে
হয় না তাদের দেরী।
হইচইটা সারাদিন
চলে বেদম ভাইরে
এত্ত খেলার পরে
আরো খেলা চাইরে।
খানা খাদ্যির নাই ঠিক
খেলতে পারলে-ই হয়
বিপদের খেলায়ও
পায় না যে তারা ভয়।
জেরীর মাতব্বরি
বাড়ছে দিনে দিনে
ভাইয়াকে মেরে সে
নাচে সুখের বীণে।
খেতে বললে পরে
পড়তে বললেও তা
একটু খেলে তবে
পড়তে বসব গো মা।
পড়া এতো বেশী
পড়ব কেমন করে
হাজার ফন্দি আঁটে
উঠবে কখন পড়ে।
উফ মা, মশা কামড়ায়
আহ্ গরম ক্যান এতো
পেটে/পায়ে ব্যথা
সমস্যা যে শতো!
পড়া এতো কষ্ট
বুঝিনি সে বেলায়
দুই তিনটা বই পড়ে
কেটেছে যে খেলায়।
বই বোঝা ছিল না
দুই কাঁধের উপর
পড়া শেষ করেছি
বাজিয়ে সুখ নুপুর।
টিচার তো ছিল না
মাথার উপর খাঁড়া
খেলার মাঠে হই চই
মাতিয়েছি পাড়া।
ওদের এখন সময়
থাকতে খেলার মাঠে
রোজ বিকেলে ঘরে
মনটা বসায় পাঠে।
পড়ার বোঝা মাথায়
সাথে কম্পিটিশন
মাথায় পড়ার বাড়ি
কষ্টটাও ভীষন।
(Sunday, 18 May 2014 at 21:35)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।