মন কথনিকা-(১৬-২০)
- কাজী ফাতেমা ছবি
» মন কথনিকা—১৬
—————-
বিকেলটা আজ লাগছে বেশ, বইছে বাতাস মিষ্টি
একটু এসে দাঁড়াও জানালায়, বাইরে রাখ দৃষ্টি
দেখ! নীল আকাশে পাখিরা স্বাধীনতায় উড়ছে
মনটা তাই তোমায় নিয়ে সাদা মেঘে ঘুরছে।
(7 September 20141 at 9:29)
» মন কথনিকা—১৭
——————————
তোমার ঝাঁঝাঁ রোদাকাশে আমি হব সাদা মেঘের ভেলা
হাতটি ধরে হাতে, ভাসব দুজন; খেলব প্রেমের খেলা
দহন জ্বালা মুছে দিব এসো প্রিয় করোনা আমায় হেলা
নীল আকাশে ভেসে সুরের অনুরণনে কাটাব এ বেলা।
(13-09-2014)
» মন কথনিকা-১৮
—————————–
ভালবাসলে কভু স্বার্থটা ত্যাগ করো অন্তর থেকে
আঘাত লাগলে সমাধান করো হাতে হাতটা রেখে
ভালবাসলেই যদি তবে ভুল বুঝে কেন দুরে যাবে
দুরে গেলেই কি বল সব সুখ-শান্তি ফিরে পাবে?
মন কথনিকা—১৯
উদ্দেশহীন খামে,তোমার নামে দিলাম বন্ধু;একখান উড়ো চিঠি
হাতে যদি পাও, সময় করে চিঠির পাতায় বুলিয়ো একটু দিঠি
এখনো কি তুমি! সুন্দরী ললনাদের দেখলে ঠোঁটে বাজাও সিটি
কেমন আছ, কোথায় আছ খবর দিও-নিও; ইতি, তোমার মিঠি।
(10-09-2014)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।