মন কথনিকা-(২১-২৫)
- কাজী ফাতেমা ছবি
মন কথনিকা—২০
ভালবাসার এই ছোট নীড়ে এত ঝগড়াবিবাদ কিসে?
শুধুশুধু বেজার মুখে চাপটা বুকে মনটা ভরে বিষে!
তারচে চল ঝগড়া ভুলে কিছুক্ষণ ভালবাসায় মাতি
ভালবাসায়-মন্দবাসায় কেটে যাবে এসব দিনরাতি।
(12-09-14)
মন কথনিকা—২১
আমি তোমার দু:খ হইনা, তুমি কেনআমার দু:খ হও!
এমনতরো জীবন-যাপন আর ভাল্লাগে কি, তুমি কও?
আমি তোমার অশ্রু হইনা, তুমি কেন আমার অশ্রু হও!
একঘেঁয়ে জীবন, হাসি উল্লাস আড্ডা ছাড়া কেমনে রও ?
(09-09-14)
মন কথনিকা—২২
পোলাপানে দোষ করলে হায় দোষী হয় মা
ভাল কাজ করলে দেখি বাপে পায় বাহবা
কষ্ট সব বহন করে মা নাকি বাপ আগে বলুন সেটা
তবে ছেলে প্রথম হলেই কেন বলেন বাপ কা বেটা।
মন কথনিকা—২৩
কোন কথা বললেই সেযে রাগে চমকায়
আজাইর্যাই শুধু দেখি আমাকে ধমকায়
আদর করে বলবে কথা মেনে নেবে সব
তানা করে সে তোলে বেসুরা কলহ রব।
মন কথনিকা—২৪
হতে পারি না কেনো আজো তোমার নীলাঞ্জনা
হর হামেশাই সইতে হয় তাই বুঝি অঢেল গঞ্জনা
ভালবাসার ভ বুঝো না, তোমার কেমন এ মন
চাঁদ তুমি মাটি আমি দু’ভুবনে বাস করি দুজন।
মন কথনিকা—২৫
কি ব্যাপার! মোডটা দেখি আজ তোমার বেশ রোমান্টিক
গুনগুনিয়ে গাইছ গান কিগো মতিগতি আছে কি ঠিক
চলনা তবে ঘুরতে যাই গো দুর দুরান্তের ঐ সবুজ বনে
ঘুরব খাব নাচব গাইব সবই করব আজ যা চাইবে মনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।