মন কথনিকা-(২৬-৩০)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা—২৬
শরতের মিষ্টি বাতাস মিষ্টি রোদ মনে বাজে সরোদ
সাদা মেঘ কাশের বন নেইযে কারো সাথে বিরোধ
সবুজে দুল খায় বাতাস, রোদে ঝরে পড়ে না ক্রোধ
শিউলির ঘ্রাণে মাতাল, প্রকৃতি হয় সত্যিই অবোধ।
(Saturday, 27 September 2014 at 19:02 )

মন কথনিকা—২৭
ব্যস্ত দিনের সমাপ্তিতে পেলাম ছুটির রেশ
বন্ধু তুমি চলে এসো সময় কাটাবো বেশ
বিকেলের মিষ্টি হাওয়ায় উড়াবো এলোকেশ
ফিরবো নীড়ে, বেলা যখন হয়ে যাবে শেষ।
(11-09-14)

মন কথনিকা—২৮
এই তুমি কি শুনবে গো আজ আমার কিছু কথা
ভাললাগা মন্দলাগা কিবা লুকানো মনের ব্যথা
শরতের বিকেলে যাবে দুরের ঐ কাশফুল বনে?
বসব ঘাসে হাত ধরে; সাদা মেঘ উড়বে গগনে।
(08-09-14)

মন কথনিকা—২৯
লাভ হবে না এখন আর কাছে আসতে চাইলে
সুর কানে যায় না আর ভালবাসার গান গাইলে
সময়মতো খুঁজ নিলে না, আর খুঁজে লাভ কি
অসময়ে বল জমবে ভালবাসার আর ভাব কি!

(9 November 2014 at 20:25)

মন কথনিকা-৩০
কই হারালো কুহু কুহু কোকিলের গান
কই লুকালো অবারিত সবুজের আহবান
ভাটিয়ালি সুর একদা জুড়াইত যে প্রাণ
সব ফিরে পেতে যে প্রাণটা করে আনচান।

(8 November 2014at 18:39)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।