মন কথনিকা-(৩১-৩৫)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা—৩১
রাস্তার চারপাশে দেখ কত ঘাসফুল ফোটে
দৃষ্টিটা সেদিক দিয়ে দাওনা তুমি মোটে
লাল নীল গোলাপী অথবা সবুজ ঘাসফুল খুঁজে
দাওনা একটা ঘাসফুল আমার খোঁপায় গুঁজে।মন কথনিকা—৩২
সেই থেকে যে বসে আছো একা একা, তুমি কি একলা পাখি
শুন তবে বলি, তোমাকেই কিন্তু তুমি বারবার দিচ্ছ ফাঁকি
আস কাছে, বস পাশে, রাখ হাতে হাত সময় অল্পই বাকি
কথায় কথায় কাটাই সময় ভালবাসায় মুগ্ধ হউক দুটি আঁখি।

মন কথনিকা—৩৩
মুহুর্তটা যাচ্ছে চলে এক বুক রুদ্ধশ্বাসে
শিশু জিহাদ এখন কেমন আছে বদ্ধ শ্বাসে
হে আল্লাহ খুলে দাও তুমি তোমার রহমতের দ্বার
অবুঝ শিশুটিকে করে দাও জীবিত উদ্ধার।

(২৬-১২-২০১৪)

ছবিটি প্রথম আলো পত্রিকা হতে

(রেলওয়ে কলোনীতে সাড়েতিন বছরের জিহাদ সাড়ে পাঁচশ ফুট নিচের কুয়ায় পড়ে গেছে। উদ্ধারকাজ চলছে। দম বন্ধ হয়ে যাওয়ার যোগাড়। শেষ পর্যন্ত জিহাদ বাঁচতে পারেনি তাজে বাঁচতে দেয়া হয়নি। অনভিজ্ঞ ফায়ারসারভিস কির্মীদের জন্য। যারা গুজব বলে বিষ্য়টিকে গুরুত্ব দেয়নি তাদের পদত্যাগ দাবি করছি।)

মন কথনিকা-৩৪
নিশুতিতে শুনি না কেন আর বাঁশুরীর সুর
সুরে একদা আঁধার কেটে হয়ে যেত ভোর
আহ কি মিষ্টি সেই সুর লাগিয়ে দিতো যেন ঘোর
বাঁশির সুর টানে খুলে দিতো বদ্ধ মনের দোর।
Saturday, 15 November 2014 at 19:42

মন কথনিকা-৩৫
স্বপ্নহীন তুমি জীবনটা করে রেখেছো অয়োময়
বাস করি একার জগতে, মন আমার হলো মনোময়
তবু ধীরে ধীরে বাড়ছে শুধু যে হৃদয়ের ক্ষত
কঠিন ত্যাগে এসো সহজে করোনা আশাহত।
13 November 2014 at 23:01 •

অয়োময়=কঠিন পাথরের মত সময়
মনোময়=কল্পনার দ্বারা রচিত বা গঠিত


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।