মন কথনিকা-(৩৬-৪০)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা-৩৬
ভাবছি বসে একা একা, পালিয়ে যাব দূরে কোথা
ঘুড়ি হয়ে আকাশে উড়ে ছিঁড়ে দিবো হাতের সুতা
উড়ে উড়ে মিশে যাবো দেখো ঐ নীল আকাশের নীড়ে
হারিয়ে যাব আজ তোমা হতে সাদা মেঘেদের ভীড়ে।
(31 December 2014 at 19:59)

মন কথনিকা-৩৭
মন আমার ব্ড্ড খুশি আজ এই অবেলায়
মন মেতেছে এক্ষণে নানা রঙের খেলায়
বন্ধু আমার খুশিতে রাখ তোমার মন
খুশির ঝড় বইবে দেখো আজকে শুভক্ষণ।
(30 December 2014 at 18:51)

মন কথনিকা-৩৮
বছর শেষ, নতুন বছরে গিফট কি দিবে বল?
যাই দাওনা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চল
যা তোমার চয়েচ হবে কিনবো কিন্তু সেটাই
আমিও কিছু দিলে তুমি কি নিবে ওটাই?
(29 December 2014 at 20:07)

মন কথনিকা-৩৯
সব সুন্দর মিলালো গিয়ে ঐ দুর আকাশের সীমানায়
অসুন্দর মুখোশ আড়ালে সুন্দর কাঁদে এই জামানায়
সুন্দর খুঁজি আমি আজো উর্বর জমিতে-শূণ্যতায়
সুন্দর ধরা দেয়না সে বুঝি আছে হীনমন্যতায়
(28 December 2014 at 18:48)

মন কথনিকা—৪০
চোখের আগুনে পুড়ে মরি হরদম
চোখে যেন দেখি সদা শুধুই ভ্রম
মুখের কথায় ওগো ফুটে ককটেল বোম
বলি ঠিক হও নইলে নিজেই হব গুম।
(27 December 2014 at 19:46)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।