» এই মেঘ এই রোদ্দুর.....(২)
- কাজী ফাতেমা ছবি
গুমরে উঠা কান্নাগুলো
দলা পাকায় গলায়
ঝরে নাতো অশ্রু হয়ে
মনে বড় জ্বালায়।
ছোট ছোট দু:খগুলি
বড় কেনো বা হয়
হঠাৎ হাওয়ায় ঘরটি ভাঙ্গে
ভিতরে লাগে ভয়।
মানুষ কেনো হয় না এমন
দয়ায় মনটি ভরা
অকারণেই হিংস্র স্বভাব
আগুনে মন গড়া।
দু:খগুলো হাতের ময়লা
সুখতো সোনার মোহর
ধুয়ে ফেললেই দু:খ ময়লা
প্রজাপতি প্রহর।
হাসি থাকুক কান্না থাকুক
দু:খ মিলাক সুদূর
ভাবছি বসে জীবন যেনো
এই মেঘ এই রোদ্দুর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।