» ভালবাসি মায়ের ভাষা
- কাজী ফাতেমা ছবি
বাংলাভাষার গান যে আমার
মনের মাঝে ঘূর্ণ
গানের কথায় চোখে দেখি
অ আ ক খ বর্ণ।
মধুর ভাষা চাইছিল কেউ
করে দিতে চূর্ণ
আশা হলো গুঁড়ে বালি
হয়নি তো তা পূর্ণ।
কেউ পারেনি করে দিতে
ভাষাকে বিবর্ণ।
রক্ত দিয়ে কেনা ভাষা
ফিরে এলো তূর্ণ।
রঙ্গিন হলো শিমুল অসুখ
বাজল রণতূর্য
মায়ের ভাষা সম্মান পেলো
উঠল নতুন সূর্য।
রক্ত দেয়া যায়নি বৃথা
বাঙালিদের গর্জন
বিশ্বে পৌঁছে বাংলা ভাষা
সেইতো সেরা অর্জন।
মিষ্টি সুরে গান গেয়ে যাই
ভাটি জারি সারি
যেমন ইচ্ছে তেমন বলি
ঝরে মিষ্টি বারি।
বাংলা ভাষায় কথা বলে
ধনী গরীব চাষায়
বাংলা ভাষায় বাঁচি আমি
মরি বাংলা ভাষায়।
ভালবাসি মায়ের ভাষা
অন্য ভাষায় আঁড়ি
ভালবাসি নয় ফাল্গুন
একুশ ফেব্রুয়ারি।
(21-02-2015)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।