অসহায় সময়.......
- কাজী ফাতেমা ছবি
ক্লান্ত দেহ নিথর চোখ
দীর্ঘশ্বাসে ভরা বুক
তৃষ্ণার্থ মন ; শুকনো মুখ
খুঁজে রে মন এক গ্লাস সুখ।
নেই উল্লাস নেইতো উচ্ছাস
আবারো সেই দীর্ঘশ্বাস।
দীর্ঘ সময় যায় হাঁসফাঁস
ক্যামনে হবে ব্যথার নাশ।
সময় কাটে যাতনায়
শূণ্যে ভাসি নীলিমায়.........
একা একা লাগে হায়! অসহায়
সুন্দর পলগুলো নিষ্ঠুর কেনো হায়!!
(Sunday, 4 May 2014 at 22:55)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।