» সরল পথেই দিতে চাই পাড়ি.....
- কাজী ফাতেমা ছবি

আমিতো চাই না অতি আরাম, অধিক সুখ
নরম বিছানা, মিহি জামা, মলিন মুখ।

গাড়ি, অযথা শান্তির বাণী, জ্ঞানের কথা
মেকি ভালবাসা, আঁখি জল, আর বৈরিতা।

আমি চাই না হারাতে ভালবাসা কিঞ্চিন্মাত্র
বিস্বাদে হই বিশ্রুত, অথবা অবজ্ঞার পাত্র।

খেলার পুতুল কারো হাতের, হতবুদ্ধি বা রাশভারী
যে বুঝে আমায় মাথায় রাখি নয়তো টেনে দেই দাঁড়ি।
আমি চাই অনন্তকাল ধরে সরল পথ দিতে পাড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।