» দিনের আলোর সহযোদ্ধারা....
- কাজী ফাতেমা ছবি
ভালই থাকি সুখেই থাকি
সবাই এক সাথে
পর আপন মিলে হাত রাখি
একে অন্যের হাতে।
দিনজুড়ে কাজ কর্মের ফাঁকে
আড্ডাতে সবাই মাতি
নেই কারো সাথে রক্তের বাঁধন
তবু সুখ দু:খের সাথি।
দিনের আলোর সঙ্গী মোরা
একসাথে অনেক সময় ধরে
বিপদ এলে বন্ধু হয় সবে:
নিজেকে বিলিয়ে পরের তরে।
একসাথে ডাইনিংয়ে খাই
মধ্যাহ্ন ভোজন বেলায়
হাজারটা স্বাদ মুখে পাই
উদর পুর্তির মেলায়।
দিনের আলো ফুরিয়ে এলে
ভাঙ্গে মিলন মেলা
ফিরে আসি যে যার ঘরে
গোধূলী-সন্ধ্যা বেলা।
মিস করবো হয়তো একদিন
এমনি এক অবেলায়
নিষ্ঠুর সময় নিয়ে যাবে অন্তে
ছুঁড়ে ফেলে অবহেলায়।
(Wednesday, 7 May 2014 at 23:02 • )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।