» পাল্টাপাল্টির খেলা..........
- কাজী ফাতেমা ছবি

পাল্টে গেছ তুমি আগে
পাল্টেছি আমি আজ
পাল্টাপাল্টির খেলায় মেতে
ভেঙ্গে যে গেছে লাজ।

স্বার্থের ঠেলায় পাল্টে মানুষ
পাল্টে যায় তার স্বভাব
মধুর সম্পর্ক ভুলে, তার
বিশ্বস্ততার অভাব।

মানুষ পাল্টায় খুব সহজে
পশুরা কিন্তু নয়
পাল্টে যাওয়া মানুষ মনে
থাকে শুধুই ভয়।

স্নেহ মায়া ভুলে মানুষ
ভাইয়ের রক্ত ঝরায়
ভুলে গিয়ে রক্তের টানটা
হিংস্র স্বভাব ধরায়।

তুমিও যদি পাল্টে গিয়ে
আবার আস ফিরে
ভালবাসায় পাল্টিয়ে সব
আসব আমি ধীরে।

পাল্টাপাল্টির খেলায় মেতে
কি-বা লাভ হবে বল
দামী সময় ভালবেসে
স্বার্থক করি চল।
Thursday, 15 May 2014 at 22:47


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।