» রাতের ভিতর রাত থাকে.......
- কাজী ফাতেমা ছবি

রাতের ভিতরও রাত থাকে
জানা নেই হয়তো কারো
বদলে যায় চেনা মুখগুলো
রাতটা হয় যখন বারো।

মানুষ হায়েনা রাত জাগে
তৃষ্ণা মিটাবার তরে
রক্তের নেশায় অলি গলি
বেড়ায়রে ঘুরে ফিরে।

ভুলে গিয়ে সবকিছু সে
লোভের পথে পা বাড়ায়
লোভের মোহে অন্ধ হয়ে
হিংস্রতার সীমা ছাড়ায়।

রক্ত যদি খেলি অন্যের
তোর রক্তও খাবে চুষে
একূল ওকূল হারিয়ে রে
আগুনে জ্বলবি শেষে।

দিনকে আল্লাহ করেছেন যে
রোজীর কর্ম করার তরে
বিশ্রামের জন্য রাতের সৃষ্টি
আরামে ঘুম যাও ঘরে।
Friday, 2 May 2014 at 23:36


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।