» আয়না ছিলে তুমি আমার...
- কাজী ফাতেমা ছবি
আয়না ছিলে তুমি আমার
চললে তুমি কই?
ভালমন্দ দেখতে পাই না
কেমনে বলো সই?
আয়না তুমি কোথায় আছো?
দাওতো দেখি সাড়া
তুমি ছাড়া বিমর্ষ বদন
মনটা পাগলপাড়া।
আয়না তুমি এসো এবার
বিরহে পুড়ে কবি
তোমার মাঝেই দেখবে কবি
সুখের প্রতিচ্ছবি।
(21 August ২০১৪ at 22:05)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।