» হেমন্তের সকাল……
- কাজী ফাতেমা ছবি
কুয়াশার চাদরে
ঢেকে যায় ঢাকা
হেমন্তের সকালে
পথঘাট ফাঁকা।
কুয়াশা ভোরে রাস্তাটা
থাকে কেমন ফাঁকা
শীত শীত সকালটা
যেন মায়ায় মাখা।
খোলে না দুই চোখ
আলসে সকালে
ঘুম রাজা চোখে বসে
ভাঙ্গে না ঝাঁকালে।
ঘাসের ডগায় বসে
থাকে হিরের দানা
সোনা ঝরা রোদ্দুর
মানে না তো মানা।
ভাঁপা চিতই পিঠার
বসেছে পসরা
হেমন্ত আঁকে দৈনন্দিন
জীবনের খসড়া।
হেমন্তের দিনগুলি আহ
কতই মধুর লাগে
সোনার দেশে জীবন জুড়ে
সুখ স্বপ্ন জাগে।
(Tuesday, 2 December 2014 at 23:25 )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।